এই ঘুরে বেড়ানোর মৌসুমে আমাদের মাথায় কিছু প্রশ্ন অবধারিতভাবে আসে, যেমন, বাংলাদেশে পর্যটন শিল্পের অবস্থা এমন লেজেগোবরে কেন? দেশ বিদেশের ঘুরঞ্চি লোকজন কি ঝোলা কাঁধে নিয়ে দলেবলে আসবে না? এদিক সেদিক ঘুরতে গিয়ে একটু ভালো সার্ভিস কি আমরা পাবো না? এসবের কি কোন উন্নতি হবে না? এই প্রশ্নগুলোর ফাঁকে দিয়ে উঁকি দেওয়া স্বপ্নে জল ঢেলে …